বেলাল আহমদ।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য অফিস লামার আয়োজনে “আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মে) দুপুরে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি তথ্য অফিসার খন্দকার তৌহিদ ।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল৷ বিশেষ অতিথি লামা পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলাম,লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ, লামা কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান সহ প্রমূখ।
এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধে সচেতনতা বিষয়ের উপর বিস্তারিত তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ। সচেতনতা সভায় বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থী, ইমাম, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির দুশতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন।